দুস্থদেরকে খাদ্য সহায়তা দিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট

আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, করোনা ভাইরাসে সৃষ্ট সংকট,জাতীয় দুর্যোগের সৃষ্টি করেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবাণে সাড়া দিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী হিসেবে আমরা যথারীতি কর্মস্থল ও এলাকায় উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধ্যমতো ভূক্তভোগী মানুষের পাশে দাড়িয়ে এ দুর্যোগের মোকাবেলা করার চেষ্টা করছি। তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ জেলার মানুষের জন্য অত্যন্ত আন্তরিক রয়েছেন বিধায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মাধ্যমে চলতি দূর্যোগে মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। খাদ্য সহায়তা প্রদান ছাড়াও সুনামগঞ্জের অসচ্ছল নারী পুরুষের দূর্দশা লাঘবে সরকার প্রশাসন জনপ্রতিনিধিদের পাশাপাশি বিত্তবান মানুষ ও এনজিও প্রতিষ্ঠানগুলোকেও আজ এগিয়ে আসতে হবে। রোববার বিকেলে শহরতলীর মল্লিকপুরস্থ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে জেলা পরিষদের পক্ষ থেকে ২ হাজার অতিদরিদ্র জনসাধারনের মধ্যে খাদ্য সহায়তা বাবত চাল,ডাল,সোয়াবিন,সেমাই,মাস্ক,সাবান ও আলুসহ ৯টি আইটেমের খাদ্যসামগ্রী বিতরন কর্মসুচির উদ্বোধনকালে তিনি একথা বলেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী অমল কান্তি কর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারী জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর তালুকদার,জেলা পরিষদের হিসাব রক্ষক বিমলেন্দু রায়,অফিস সহকারী আব্দুল মতিন,জেলা পরিষদ চেয়ারম্যানের পিএস মিল্টন পূরকায়স্থ,অফিস সহকারী কপিল কিষণ তালুকদার,অফিস সহায়ক হাবিবুর রহমান হাবিব ও বার্তা বাহক মোঃ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি উপস্থিত উপকারভোগীদের মধ্যে তিনি মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেটও প্রদান করেন। এর আগেও জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় এক হাজার দুস্থ অতিদরিদ্র পরিবারকে অনুরুপভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জেলা পরিষদকে ২৮ লাখ টাকা ত্রাণ সহায়তা তহবিল দিয়েছেন। আমরা সরকারী বরাদ্দর পাশাপাশি সকল কর্মকর্তা কর্মাচারীদের ব্যক্তিগত তহবিলসহ নানাভাবে সারা জেলার ১১ উপজেলাসহ সবকটি ইউনিয়ন ওয়ার্ডে চেয়ারম্যান মেম্বার ও আওয়ামীলীগ নেতাকর্মীদের দ্বারা জেলা পরিষদের খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।