সারাদেশ

দোয়ারাবাজারে মা-মেয়ের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের

আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে মা-মেয়েকে মারপিটক্রমে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার দায়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র শিক্ষক মোঃ শাহজাহান কবির বাদী হয়ে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাদীপক্ষের বাড়ীর পশ্চিম সীমানার ভিতরে মরিচ ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযোগে প্রকাশ,রাঙ্গাউটি গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র আব্দুল করিম ও আব্দুর রহিম, কন্যা তাহমিনা বেগম,মৃত কালা মিয়ার পুত্র গোলাপ মিয়া,গোলাপ মিয়ার পুত্র আব্দুল মালেক,কলাউড়া গ্রামের মৃত হাজী আব্দুল মালেকের পুত্র আব্দুর রহিম,আব্দুর রহিমের স্ত্রী শাহানারা বেগমগং পূর্ব বিরোধের জের ধরে বেআইনী জনতায় মিলিত হয়ে,শাহজাহান কবিরের মরিচ ক্ষেত দখলের উদ্দেশ্যে বাশের গর্চি দ্বারা বেড়া দিয়ে গাছ রোপন করতে থাকে। শাহজাহান কবিরের বোন আকলিমা বেগম তাদেরকে অবৈধভাবে গাছ রোপনে মৌখিকভাবে বাঁধা দিলে উক্ত সন্ত্রাসীরা বাঁশের লাঠি ও লোহার রড দ্বারা এলোপাতাড়িভাবে মারপিট করে আকলিমাকে গুরুতর আহত করে। কন্যা আকলিমাকে প্রতিপক্ষের কাছ থেকে রক্ষা করতে গিয়ে আকলিমার মা বৃদ্ধা আনজুয়ারা বেগমও আহত হন। ঘটনার পরপরই মা মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মা ও বোনকে গুরুতর জখম করার ঘটনায় শিক্ষক মোঃ শাহজাহান কবির বাদী হয়ে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই বজলু তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে সরজমিন তদন্ত করেন। বাদী শাহজাহান কবির মাইজবাড়ী আল-হেরা জামেয়া মাদ্রাসার সহকারী শিক্ষক। দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম,এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। শেষ পর্যন্ত এ নিরীহ শিক্ষক পরিবারটিকে ন্যায়বিচার পাইয়ে দিতে পুলিশ প্রশাসন কোন ভূমিকা পালন করে সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap