করোনা সংকটে অসহায়দের পাশে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ
স্টাফ রিপোর্টার ঃ করোনা সংকটে মানবতার সেবায় কাজ করে চলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক তরুণ। তিনি দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহ ইরফান আহমেদ কাওসার। তার প্রতিষ্ঠিত ‘উমামা এন্ড কাউছার ফাউন্ডেশন’ ও সমাজসেবামূলক ফেসবুকভিত্তিক সংগঠন ‘মানবতার বন্ধন’ এর মাধ্যমে উপজেলার নিম্ন আয়ের লোকজনকে সহায়তা প্রদান করে চলেছেন তিনি। গত সোমবার (১১ মে) তরুন এই সমাজসেবক তার নিজ গ্রাম সাকিতপুরের কিছু অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এরআগে শাহ ইরফান আহমেদ কাউছারের নিজ অর্থায়নে করোনা মহামারির শুরুর দিক থেকে মাস্ক, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন। তার এমন মানবিক কাজের প্রশংসা করছেন এলাকাবাসী। মুঠোফোনে শাহ ইরফান আহমেদ কাওসার বলেন, মহামারীতে জীবন বিপন্ন হয়েছে সমাজের সর্বস্তরের মানুষের। এখন আর গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত’র বিভাজন করার সুযোগ নেই। তাই এখন ক্ষতিগ্রস্তদের চাওয়ার আগেই সামর্থ্য অনুযায়ী আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধের অংশ হিসেবে করোনাকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই সংকটকালে এসব কার্যক্রম সফল করতে যারা আর্থিক সহযোগিতা করছেন এবং ঝুঁকি নিয়ে দেশের মাটিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আল-আমিন চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, মাহমুদুল হাসান, রাহিম, ইশফাক সরদার, নাজমুল জয় ও সামির উদ্দিন সামিসহ সবাইকে আমি ধন্যবাদ জানাই।