দিরাই-শাল্লায় স্বাস্থ্যকর্মী সংবাদকর্মী ব্যাংকে কর্মরতদের পিপিই দিলেন বিএনপি নেতা পাবেল

নিজস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জের দিরাই ও শাল্লা দুই উপজেলায় কর্মরত স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও ব্যাংকে কর্মরতদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। শহীদ চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের অর্থায়নে সোমবার ও মঙ্গলবার দিরাই ও শাল্লা দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাংক, প্রেসক্লাব ও কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বশীলদের কাছে অ্যাডভোকেট পাবেলের পক্ষে এসব পিপিই হস্তান্তর করেন দিরাই ও শাল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বিতরণকালে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য হুমায়ুন কবির তালুকদার, দিরাই উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাংবাদিক সোয়েব হাসান, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, শাল্লা উপজেলা বিএনপি নেতা শামীম আহমেদ, সিরাজ মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক লিপন হাসান চৌধুরী, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা তরুন দলের সভাপতি রেজাউল করিম চৌধুরী, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ দুলাল, শাল্লা যুবদল নেতা রাকিব রহমান, ইলিয়াস হোসেন কমল, দিরাই উপজেলা ছাত্রদল নেতা আবু হাসান চৌধুরী সাজু, শাল্লা উপজেলা ছাত্রদল নেতা রাফিউর রাব্বুল, বাপন, তারেক, হৃদয় প্রমুখ।