দিরাইয়ে ৪ শ পরিবারকে ত্রাণ সহায়তা দিলেন বিএনপি নেতা জাভেদ

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দিরাই বিএনপি পরিবারের উদ্যোগে ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদের অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১৩ মে) আজমল হোসেন চৌধুরী জাভেদের দিরাইস্থ বাসভবনে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ (২) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষেদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, জেলা যুবদলের সদস্য আক্তার হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে সোহাগ, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুবদল নেতা সৈয়দুর রহমান, অশোক তালুকদার, পৌর যুবদলের সভাপতি রুবেল চৌধুরী, জায়েদ চৌধুরী, আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, ছাত্রদল নেতা তানভীর চৌধুরী, শরীফ রাব্বানী প্রমুখ।