সৌমেন সেনগুপ্তের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা দম্পতির একমাত্র পুত্র প্রকৌশলী সৌমেন সেনগুপ্তের জন্মদিন আজ। ১৯৭৭ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। সৌমেন সেনগুপ্ত ঢাকার গ্রীন হেরাল্ড ইন্টান্যাশনাল স্কুল থেকে এ লেভেল এবং ও লেভেল সম্পন্ন করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এ বিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর কানাডার ডালহৌসি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সের উপর উচ্চতর ডিগ্রি নেন। বর্তমানে তিনি আমেরিকার একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে আরও উচ্চতর শিক্ষার জন্য পড়াশোনা করে যাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি দিরাই শাল্লার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন শিক্ষানরাগী সৌমেন সেনগুপ্ত। তাঁর প্রতিষ্ঠিত গ্রো ফাউন্ডেশন দিরাই ও শাল্লার হতদরিদ্র মানুষকে শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন দুর্যোগে ব্যাপক সহায়তা প্রদান করে আসছে। চলমান করোনা পরিস্থিতিতে দিরাই ও শাল্লা দুই উপজেলায় কয়েক হাজার পরিবারকে ত্রাণসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন তিনি। ইতোমধ্যে অসহায়ের অকৃত্রিম বন্ধু হিসেবে সর্বমহলে পরিচিতি পেয়েছেন সৌমেন সেনগুপ্ত। তাঁর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তায় অভিনন্দন ও তাঁর মঙ্গল কামনা করছেন বিপুলসংখ্যক মানুষ।