সারাদেশ
দিরাইয়ে অসহায়দের পাশে হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ

বিশেষ সংবাদদাতা ঃ হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ সুজানগর দিরাই এর উদ্যোগে আজ (বুধবার) বিকাল ২ ঘটিকার সময় সুজানগর স্কুলের মাঠে সংগঠনের সভাপতি মাওলানা ওবায়দুর হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আসআদ এর পরিচালনায় গ্রামের অর্ধশত গরীব অসহায়, দিনমজুরীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হিলফুল ফুযুল যুব সংঘের পৃষ্ঠপোষক হাফিজ মাওলানা জয়নুল আবেদীন সুজানগরী, উপস্থিত ছিলেন মাওলানা শামসুল ইসলাম, আমজাদ হোসেন মিলন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাসান আহমদ, মাওলানা মাহিবুর রহমান, দ্বীনুল হক রনি, হাফিজ এহসানুল হক নয়ন, মাওলানা আরশদ, মাওলানা আকমল, মৌলভী মামুন সহ প্রমুখ।