জাতীয়সারাদেশ

দিরাইয়ে ভুয়া পরিচয়ে করোনা পরীক্ষা, পজিটিভ শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে পরিচয় গোপন করে করোনা পরীক্ষা করা এক ব্যক্তির পজিটিভ শনাক্ত হয়েছে। হাসপাতালে দেয়া তথ্যমতে তার নাম উজ্জ্বল হোসেন (৩০), পিতা – সোনা মিয়া, সাং- পুরাতন বাগবাড়ী, দিরাই পৌরসভা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল কালাম আজাদ বলেন, নমুনা দেয়ার সময় আমার কাছে বলছিল, সে নারায়ণগঞ্জ থেকে এসেছে, সেনমার্কেটে তার জুতার দোকান আছে, এখানকার লোকজন তাকে করোনা পরীক্ষার জন্য চাপ দেওয়ায় সে পরীক্ষা করাতে এসেছে। করোনা শনাক্ত হবার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন চৌধুরীর সাথে ফোন কথা হয় আক্রান্ত যুবক কথিত উজ্জল হোসেনের। সুমন চৌধুরী বলেন, সে জানিয়েছে ঢাকা যাবার উদ্দেশ্যে এখন সে সিলেটে আছে, ব্যবসায়িক কাজে দিরাই এসেছিল৷ দিরাই অবস্থানকালে সে তার বন্ধু জুতা ব্যবসায়ী শাওনের উপজেলা গোডাউন এলাকার বাসায় রাত্রিযাপন করেছিলো৷ শাওনের ফোন নম্বর চাইলে সে দিবে বলে লাইন কেটে দেয়, এরপর আর ফোন রিসিভ করছে না। এদিকে জুতা ব্যবসায়ী শাওনের পরিচয় এখনো শনাক্ত না হওয়ায় আতংক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

প্রসঙ্গত, এ পর্যন্ত দিরাই উপজেলায় মোট ৭ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে৷ এর মধ্যে ৫ জনের ২য় স্যাম্পল নেগেটিভ এসেছে৷

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap