জাতীয়সারাদেশ

দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সামাজিক দুরত্ব নিশ্চিত না করে দোকান পরিচালনা করা দায়ে ১২ ব্যবসায়ীকে জরিমানা করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর শহরের সেন মার্কেট, মধ্যবাজার কাপড়ের গলিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা। দিরাই থানার এসআই আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সি এ লিয়াকত আলী প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা জানান, সামাজিক দুরত্ব না মানায় দিরাই সেন মার্কেটের অনুকূল ফার্মেসী, নুর ফ্যাশন, ম্যানস ক্লাব, এসআর স্পোর্টস, ফ্যাশন ওর্য়াল্ড, রাহুল ফ্যাশন, মিম ফ্যাশন, মুক্তা ফ্যাশনসহ মধ্যবাজারের ৪ টি কাপড়ের দোকানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গতকাল (বুধবার) দৈনিক মানবজমিনে ‘ দিরাই স্বাস্থ্যবিধি মানছেন না ব্যবসায়ীরা’ শিরেনামে সংবাদ প্রকাশিত হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap