সারাদেশ

স্বাস্থ্য বিধি মেনেই সেন মার্কেট পরিচালিত হচ্ছে – ব্যবসায়ী সমিতি

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই পৌর শহরের প্রাণকেন্দ্র থানা পয়েন্টে অবস্থিত ব্যস্ততম ‘সেন মার্কেট’ সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনেই পরিচালিত হচ্ছে , এমনটি জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার এ প্রতিবেদককে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনায় বিগত প্রায় দেড় মাস সম্পুর্নরুপে বন্ধ ছিল সেন মার্কেট। গত ১০ মে থেকে স্বাস্থ্য বিধি মেনে মার্কেট খোলার সরকারি সিদ্ধান্তমতে পুনরায় মার্কেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা জানান, মার্কেটের মোট ৪ টি প্রবেশদ্বারে হাত জীবানু মুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে, মার্কেট কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবকগণ সর্বক্ষণ জীবানুনাশক মার্কেটের অভ্যন্তরে স্প্রে করছেন এবং মার্কেটে আগত ক্রেতাদের হাত ধুয়ে মার্কেটে প্রবেশের নির্দেশনা দিচ্ছেন। এছাড়া মার্কেটের প্রত্যেক ব্যবসায়ী নিজ নিজ দোকানে জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছেন। যেকোন ক্রেতা দোকানে আসলে তাদের হাতে জীবানুনাশক ব্যবহারের পর দোকানের পণ্য ধরতে দেয়া হচ্ছে। দোকান মালিক কর্মচারী প্রত্যেকের মাস্ক হ্যান্ড গ্লাভস ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে এবং মাস্কবিহীন কোন ক্রেতাকে দোকানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রত্যেক ব্যবসায়ী নিজ দায়িত্বে দোকানে সামাজিক দুরত্বের বিষয়টি নিশ্চিত করছেন, দোকানে দোকানে টানানো হয়েছে জেলা প্রশাসনের স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশিকা। এসব কার্যক্রম মনিটরিং করার জন্য পরিচালনা কমিটি, ব্যবসায়ী সমিতির পাশাপাশি মার্কেট মালিকপক্ষের নিযুক্ত ২ জন ম্যানাজার সার্বক্ষণিক কাজ করছেন। সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী মুকুল চৌধুরী বলেন, এই মহামারীতে আমরাও আক্রান্ত হতে পারি, সে বিষয়টি মাথায় রেখেই আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্তা নিশ্চিত করেছি। এক্ষেত্রে ক্রেতাদের তরফ থেকে সামান্য ত্রুটি বিচ্যুতি হয়, আমরা ব্যবসায়ীরা তৎক্ষনাৎ তা সংশোধন করি। তিনি বলেন, একটি চক্র আছে মার্কেটের সফলতায় ইর্শ্বান্বিত হয়ে নানা গুজব চালায়, মার্কেট বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার করে, এটি দুঃখজনক। আমাদের মার্কেটে তিন চারজন বাহিরের জেলার ব্যবসায়ী ছিলেন, করোনা পরিস্থিতির শুরুতে তারা নিজের এলাকায় ফিরে গেছেন, আমরা তাদের ফোনে জানিয়ে দিয়েছি, এই মুহুর্তে তারা আসতে পারবেন না, তাদের দোকান তালাবদ্ধ রয়েছে। তিনি বলেন, মার্কেট বেশ কিছুদিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের দোকান ভাড়া, কর্মচারীদের বেতন ভাতা, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ব্যয় আছে, আমরা তাদের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে মার্কেট পরিচালনা করছি। এতে কোন নির্দেশনা লঙ্ঘন হচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের আহবান জানান তিনি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap