সারাদেশ
দিরাই থানা গ্রুপের উদ্যোগে গরীব অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ

নিজস্ব সংবাদদাতা ঃ ফেইসবুকভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা গ্রুপ -DTG’র উদ্যোগে উপজেলার ৯ টি ইউনিয়নে গরীব অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) জগদল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে হেঁটে গরীব অসহায় ৩০ জনকে শাড়ী, লুঙ্গি এবং ছোট বাচ্ছাদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেন গ্রুপের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আহমেদ, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবুওয়াক্কাস খান সুমন, প্রচার সম্পাদক ইমন খান, সদস্য আইয়ুব খান ও আলমগির খান। গ্রুপের সদস্যরা জানান, আমাদের এই উদ্যোগ মূলত প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে দিরাই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গরীব অসহায়দের মধ্যে এই ঈদ উপহার তুলে দেবো।