সারাদেশ

দিরাইয়ে কৃষকের গোয়ালঘরে রহস্যজনক আগুন, ১০টি গবাদিপশু পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জের দিরাইয়ে এক দরিদ্র কৃষকের গোয়ালঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ টি গবাদিপশুসহ গোয়াল ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ওই কৃষক। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা কুলঞ্জ ইউনিয়নের সুড়িয়ারপাড় গ্রামে এঘটনা ঘটে। এতে ওই গৃহস্থ তসকির আলীর ৯টি গরু ও ১টি ভেড়া, গোয়াল ঘরে থাকা খড়সহ ঘর পুড়ে গিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। জানাযায়, গ্রামের মৃত কলমদর আলীর ছেলে ক্ষতিগ্রস্ত গৃহস্থ তসকির আলী কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু লালন-পালন করতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে গরু এবং ভেড়া গোয়ালঘরে বেঁধে রেখে বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকেন। রাত ২ টার দিকে তসকির আলীর ভাতিজা আজাদ আলীর আগুন আগুন চিৎকার শুনে পরিবারের লোকজন ঘুম হতে জেগে উঠেন। এরপর তাদের আর্তচিৎকারে গ্রামবাসী এগিয়ে আসেন। তাদের দীর্ঘক্ষণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এরআগেই গবাদিপশুসহ গোয়ালঘর সম্পুর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আংঙ্গুর মিয়া জানান, চিৎকার শুনতে পেরে এসে দেখি ঘরে আগুন, গোয়ালঘর তালাবদ্ধ থাকায় গরু এবং ভেড়া ঘর থেকে বের করা সম্ভব হয়নি, আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি। কৃষক তসকির আলী বলেন, ‘আমি অন্যের জমিতে চাষাবাদ করে কোনো রকমে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবিকা নির্বাহ করছি। গরুগুলোসহ ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম।’ তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন। কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান তালুকদার ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ‘এমন ভয়ংকর আগুনে নিঃস্ব হয়ে গেল তসকির আলীর স্বপ্ন। এ বিষয়ে সহায়তা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের সাথে কথা বলব।’ ঘটনা সত্যতার স্বীকার করে দিরাই থানার এসআই চৌধুরী গোলাম মুর্শেদ ফাত্তাহ বলেন ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, তদন্ত চলছে, তাই এখন কিছু বলতে চাচ্ছিনা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap