সারাদেশ

শাল্লায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নারী নিহত

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হয়েছেন আঞ্জুরা বিবি (৩০) নামে এক নারী। এছাড়াও আরো তিনজন আহত হয়েছে। শনিবার (১৬মে) দুপুর ১টার দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার নারকিলা গ্রামের খালেক মিয়া ও মাইন উদ্দিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে নিজস্ব বলয়ের লোকদের নিয়ে লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে খালেক মিয়ার লোকজনের হামলায় আঞ্জুরা বিবি ও সগ্রাম মিয়া (৪৯) এবং আরো একজন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ফাত্তাহ সাদী আঞ্জুরা বিবিকে মৃত ঘোষণা করেন এবং আহতদেরকে শাল্লা হাসপাতালে ভর্তি করা হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে এক মহিলা নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap