দিরাইয়ের পল্লীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২০

নিজস্ব প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর (হালেয়া) গ্রামে প্রতিপক্ষের হামলায় ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত গুলিবিদ্ধ ছালিক মিয়া, শাহজাহান, হাসান মিয়া, ইব্রাহিম, হাবিবুর, কাপ্তান মিয়া, মুকাব্বির, মুক্তাদিরসহ ১১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা স্থানীয় চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে নিজেদের ধান কাটানোর জন্য গ্রামের শিহাব উদ্দিন ও শহীদ মিয়া যৌথভাবে ধান কাটার শ্রমিক এনেছিলেন। শ্রমিকরা শিহাব উদ্দিনের বাড়িতে থেকে ধান কাটছিলো। যৌথভাবে আনা শ্রমিক হলেও তারা ধান কাটার ক্ষেত্রে শিহাব উদ্দিনকে প্রাধান্য দিচ্ছিল। এই নিয়ে শিহাব উদ্দিন ও শহীদ মিয়ার বিরোধ দেখা দেয়। এবিষয় নিয়ে বিগত ১০/১২ দিন পুর্বে দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পঞ্চায়েতীদের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসার জন্য গত বুধবার তারিখ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থাকায় বুধবারের পঞ্চায়েতের তারিখ পুনরায় আজ শনিবার নির্ধারণ করা হয়। তারিখমতে আজ গ্রামের পুরাতন হাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশিগণ বিষয়টি নিষ্পত্তি করে দিলেও মনপুত হয়নি শিহাব উদ্দিন ও তার লোকজনের। পঞ্চায়েতের পর শহীদ মিয়ার পক্ষের লোকজন বাড়ি ফেরার পথে পথিমধ্যে লাল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে লাল মিয়ার নেতৃত্বে শিহাব মিয়াসহ তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আহত হন অন্তত ২০ জন।