বাউল রণেশ ঠাকুরের গানের ঘর আগুনে পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ের স্বনামধন্য বাউল রণেশ ঠাকুরের গানের ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বাউল বলছেন, আগুন লাগার ঘটনা পরিকল্পিত। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে বাউল রণেশ ঠাকুর বসত বাড়িতে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাউলের বসত ঘরের সামনদিকে বাংলো ঘরটির অবস্থান। এই ঘরেই গানবাজনা করতেন বাউল। রবিবার রাতে আগুনে ঘরটি পুরোপুরি পুড়ে গেছে। বাউল রণেশ ঠাকুর জানান, টাসটাস শব্দ শুনে ঘুম ভেঙে যায়, শব্দগুলো ছিলো আগুনে বাঁশ পুড়ার। বের হয়ে আগুন দেখে পরিবার লোকজন আর্তনাদ করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের ঘন্টাখানেক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরমধ্যেই পুরো ঘর, ঘরে থাকা বাদ্যযন্ত্র, লাকড়ি, খড়, খাটসহ সবকিছু পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এঘরে আগুন লাগার কোন উপকরণ ছিলো না, তাই সহজেই বুঝা যায়, কেউ ইচ্ছাকৃতভাবে ঘরটিতে আগুন লাগিয়ে দিয়েছে। সংস্কৃতি কর্মী মাহমুদ আপেল বলেন, দেশের এই করোনা পরিস্থিতিতে গানের প্রোগ্রাম বন্ধ থাকায় এমনিতেই বাউল শিল্পীদের দুর্দিন যাচ্ছে, এরমধ্যে এই আগুনের ক্ষয়ক্ষতি বাউল রণেশ ঠাকুরের জন্য বড় ধাক্কা। তিনি এই ঘটনার তদন্ত দাবী করেন। এদিকে সোমবার দিরাই থানার অফিসার ওসি (তদন্ত) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন।