সারাদেশ
দিরাই উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এনজিও সংস্থা আশা’র সহযোগিতায় ২ শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের সূচনা করেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস প্রমুখ।