জাতীয়সারাদেশ

দিরাইয়ে সহায়তা তালিকায় ইউপি সদস্যের স্ত্রী মাতা ভাইসহ ১০ নিকটাত্মীয়, ইউএনও বরাবর অভিযোগ

দিরাই প্রতিনিধি ঃ মহামারী করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তার আড়াই হাজার টাকার তালিকা চুড়ান্তকরণে সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও একই পরিবারের একাধিক সদস্যদের অন্তর্ভুক্তির তথ্য পাওয়া গেছে। এরমধ্যে উপজেলার জগদল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালিকায় সংশ্লিষ্ট ইউপি সদস্য মহিম উদ্দিন নিজের স্ত্রী, মাতা, দুই ভাই, দুই ভাইয়ের স্ত্রী, বোন, দুই ভাতিজা, ভাগনা, চাচাতো ভাই-বোনকে অন্তর্ভুক্ত করেছেন। তালিকা প্রণয়নে সরকারের নির্দেশিত নীতিমালা উপেক্ষা করে এই তালিকা করা হয়েছে, এমন অভিযোগ এনে ওয়ার্ডের অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ মঙ্গলবার ইউএনও বরাবর দাখিল করা হয়েছে। প্রকৃত কর্মহীন, দিনমজুর, পরিবহন শ্রমিক ও অসহায় লোকদের বাদ দিয়ে ইউপি সদস্য তাহার মনগড়ামতে স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে তার পরিবারের একাধিক সদস্য, নিকটাত্মীয়, একই পরিবারের একাধিক ব্যক্তি, ভিজিডি, বিভিন্ন ভাতাভোগী ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিদের তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেন, আড়াই হাজার টাকা সহায়তা তালিকায় অনিয়ম সংক্রান্ত প্রত্যেকটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। ঈদুল ফিতরের ছুটি শেষ হলে এসব অভিযোগের কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যাদের জন্য এই মানবিক উদ্যোগ নিয়েছেন, সেইসব মানুষের দোরগোড়ায় সুফল পৌঁছে দিতে এবং কোন মধ্যস্বত্ত্বভোগীর কারণে এমন মহৎ উদ্যোগ যেন ভেস্তে না যায়, সেজন্য আমরা সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাবো।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap