বিশেষ সংবাদদাতা ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের শিষ্য বাউল রণেশ ঠাকুরের উজান ধলের বাড়ির আসরঘরে আগুন লাগিয়ে পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে বাউল রণেশ ঠাকুর বাদী হয়ে দিরাই থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ফরহাদ মিয়া (২৫) উজান ধল গ্রামের এলাম উদ্দিনের ছেলে। অনেকেই বলছেন, দুষ্কৃতিকারীরা এই আগুন লাগিয়ে থাকতে পারে। এ ঘটনায় দেশে-বিদেশে প্রতিবাদ হচ্ছে। বাউল-শিল্পী রণেশ ঠাকুর জানান, তার গানের আসর-ঘরটি টিনের বেড়া ও টিনের চালার ছিল। বাউল ভক্তদের নিয়ে এখানে বসতো গানের আসর। করোনা দুর্যোগের কারণে বেশ কয়দিন যাবত ঘরে কেউ থাকতো না। ঘরে দোতরাসহ কিছু বাদ্যযন্ত্র ও গানের বইপত্র ছিল। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিকট আত্মীয় বড় ভাইয়ের স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন আগুনে জ্বলছে ঘরটি। প্রতিবেশীদের একান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরের পাশের আম গাছ, কাঁঠাল গাছসহ কয়েকটি গাছের ক্ষয়ক্ষতি হয়। তিনি আরও বলেন, আমার কোনো শত্রু নাই। কে বা কাহারা আগুন লাগিয়েছে আমি জানি না। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাহলে সেটা পুলিশ বের করবে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, রনেশ ঠাকুর নিজে বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করার পর পুলিশ গ্রামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।