ঈদুল ফিতর উপলক্ষে ড. জয়া সেনগুপ্তা এমপির শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দিরাই-শাল্লাবাসীসহ সর্বস্তরের দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ (২) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। শুভেচ্ছা বার্তায় জয়া সেনগুপ্তা বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। যারা একমাস সিয়াম সাধনা করে পবিত্রতায় স্নিগ্ধ হয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। মাহে রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস, আমরা প্রকৃত মনুষ্যত্ব প্রতিষ্ঠার প্রয়াস পাই। ঈদুল ফিতর একটি শ্রেষ্ঠ উৎসব’। ‘এই উৎসবে আমরা চাই ধনী-গরিব ও আবাল-বৃদ্ধ-বণিতার সমতাভিত্তিক অংশগ্রহণ। আমরা প্রত্যেকেই নিজেদের ক্ষমতামতো দুর্বলদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। এই পবিত্র ও খুশির উৎসবে আমি দিরাই ও শাল্লাবাসীসহ সমগ্র দেশবাসীর মঙ্গল ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা কামনা করি। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই উৎসব মূল্যবান অবদান রাখবে বলে আমি মনে করি।