জাতীয়সারাদেশ

দিরাইয়ে ঘুষ না দেয়ায় সহায়তা তালিকা থেকে নাম কেটে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : ঘুষ না দেয়ায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তালিকা থেকে ৯ ব্যক্তির নাম বাদ দিয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য লেবু মিয়া। এবিষয়ে ওই ৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন। অভিযোগে তারা উল্লেখ করেন, করোনা সংকটে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে নাম অর্ন্তভুক্তির জন্য তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের কপি ও মোবাইল নাম্বার নেন ইউপি সদস্য। পরে তালিকায় নাম চুড়ান্ত করতে তাদের কাছে জনপ্রতি ১ হাজার টাকা করে ঘুষ দাবী করেন তিনি। কর্মহীন মানুষগুলো টাকা দিতে ব্যর্থ হলে তাদের নাম বাদ দিয়ে দেন ইউপি সদস্য। অভিযোগে আরও উল্লেখ করা তালিকায় ইউপি সদস্য লেবু মিয়ার স্ত্রী, পরিবারের লোক ও আত্মীয়স্বজনের নাম রয়েছে, তালিকার অন্তত ১০ টি নামের পাশে ইউপি সদস্য ও তার পরিবারের লোকদের মোবাইল নাম্বার সংযুক্ত করা হয়েছে। আত্মীয় স্বজন, পরিবারের লোকদের তালিকায় অর্ন্তভুক্ত করার ফলে প্রায় শতাধিক উপযোগী পরিবার সহায়তা বঞ্চিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারীদের একজন একমল খান বলেন, টাকা নিয়ে তালিকা করেছে মেম্বার। আমাদের আইডি কার্ড ও মোবাইল নাম্বার নিলেও তার দাবীকৃত টাকা দিতে না পারায় আমাদের নামগুলো কেটে দিছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেন, ঈদের ছুটির পর এসব অভিযোগের তদন্ত করা হবে, অনিয়মের সাথে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap