সারাদেশ
দিরাই রাজানগর ও চরনারচর ইউনিয়নে উপজেলা পরিষদের ত্রাণ বিতরণ

দিরাই প্রতিনিধি ঃ দিরাই উপজেলা পরিষদের ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) উপজেলার রাজানগর ও চরনারচর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। রাজানগর ও চরনারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৭০ টি করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মো. মোহন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, আজহারুল ইসলাম প্রমুখ।