জগদল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে জগদল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দ্বিতীয় দফায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ শতাধিক পরিবারের ঘরে ঘরে দ্বিতীয় দফার ত্রাণ পৌঁছে দেন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক, দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের প্রবাসী যুবদল ছাত্রদল নেতাদের অর্থায়নে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুয়েব খান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সহসভাপতি সৈয়দ এস এ মিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক জুনেদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান লিমন, হোসাইন আহমদ, আগুর আলম, ইউনিয়ন ছাত্রদল নেতা সুহাগ খান, জাহিদ আলম, সাবেক প্রচার সম্পাদক, মোবাশ্বির খান, অর্থ সম্পাদক, তৌহিদুল হাসান, হুসেন আহমদ, অলি সরদার, মোতালিব আহমদ, ফাহিম আহমদ, ইমন খান, সাঈদ রেজা, সাইফুর রহমান, সৈয়দ কয়েছ আহমদ, সোহান আহমদ, ইজাজুল আহমদ, মামুন আহমদ, রাজিব আহমদ সহ প্রমুখ।