সারাদেশ
আলেম-উলামাদের সম্মানে রায়হান চিশতীর ইফতার আয়োজন

দিরাই প্রতিনিধি ঃ আলেম উলামাদের সম্মানে ইফতার আয়োজন করেছেন দিরাই চন্ডিপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রায়হান চিশতী। শুক্রবার চন্ডিপুর ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আজিজুর রহমান, চন্ডিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন, কাজীর বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল খালেক, দিরাই উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী, চন্ডিপুর জামে মসজিদের ইমাম আমিরুল ইসলাম, যুবলীগ নেতা হাসান মিয়া, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুবনেতা রশীদ মিয়া, দিরাই বাজার জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা শিহাব উদ্দিন, ব্যবসায়ী মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।