প্রবাসে কুড়িয়ে পাওয়া দিরহাম ফিরিয়ে দিলেন দিরাই’র যুবক রুবেল

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের আরব আমিরাত প্রবাসী যুবক রুবেল। প্রতিদিনের ন্যায় আজ (শুক্রবার) দুপুরে কাজ থেকে ফেরার পথে আরব আমিরাতের আল আইন এলাকার আল নাঈমা হসপিটালের সামনে রাস্তায় কুড়িয়ে পান একটি ম্যানিব্যাগ, যার ভেতরে ছিল ৩১ হাজার দিরহাম। ম্যানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে জানতে পারেন ব্যাগটি একজন আরবিয়ান মহিলার। এরপর উপযুক্ত মালিককে খোঁজে ম্যানিব্যাগ বুঝিয়ে দেন যুবক রুবেল। তিনি জানান কর্মক্ষেত্র থেকে ফেরার পথে আমার নজরে আসে রাস্তায় পরে থাকা ম্যানিব্যাগ। পরে তা চেক করে মালিকের আইডি কার্ড পাই। সেটা দিয়ে খোঁজ করে ম্যানিব্যাগটি ফেরত দিতে সমর্থ হই। ভদ্রমহিলা আমাকে ১ হাজার দিরহাম দিয়েছিলেন, তবে নেইনি। এরপর শপিং মলে নিয়ে গিয়ে আমাকে প্যান্ট ও শার্ট উপহার দিয়েছেন এবং ভিজিটিং কার্ড দিয়ে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে বলেন। ম্যানিব্যাগটি উপযুক্ত মালিকের কাছে পৌঁছে দিতে পেরে খুশি সততার দৃষ্টান্ত স্থাপন করা যুবক রুবেল।