অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক উদ্দিন স্যারকে সম্মাননা দিল ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ঃ ঐতিহ্যবাহী দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সদ্য অবসরপ্রাপ্ত মো. মাসুক উদ্দিন স্যারকে সম্মাননা প্রদান করেছে ১৯৯৮ ইং ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাসুক উদ্দিন স্যার। ৯৮ ব্যাচের শিক্ষার্থী গীতিকার ফারুকুর রহমান চৌধুরী মাজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসঞ্জিত দাস তালুকদার, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলেক। স্বাগত বক্তব্য রাখেন ৯৮ ব্যাচের শিক্ষার্থী মো. শাহকামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৯৮ ব্যাচের শিক্ষার্থী আবু হেনা, জুয়েল তালুকদার, জাকারিয়া হোসেন জোসেফ, মিনহাজুর রহমান অলিদ (২০১৭ ব্যাচ) প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে মাসুক উদ্দিন স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
