
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধার ৮০০ হাঁস প্রতিপক্ষ লুট করার পর মুক্তিযোদ্ধার অভিযোগের প্রেক্ষিতে দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে হাঁস উদ্ধার ও ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে। শনিবার উপজেলার রাজানগর ইউনিয়নের সিরিয়ারচর গ্রামে মুক্তিযোদ্ধা বকুল চন্দ্র দাসের হাঁসের খামারে এঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সিয়ারচর গ্রামের গীরিন্ড তালুকদারের পুত্র আশীষ তালুকদার ও একই গ্রামের অমর চাঁদ তালুকদারের পুত্র অধীর তালুকদার (৪৮)। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য বিরোধের জের ধরে আজ (শনিবার) দুপুরে গ্রামের লোকজন মুক্তিযোদ্ধা বকুল চন্দ্র দাসের হাঁসের খামার থেকে প্রায় ৮০০ হাঁস লুটে নেয়। মুক্তিযোদ্ধা বকুল চন্দ্র দাস থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ২ জনকে আটক ও লুটে নেওয়া হাঁস উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।