সেন মার্কেটে বিজন হাওলাদারের চেম্বারে বিদ্যুতের চোরাই সংযোগ

স্টাফ রিপোর্টার ঃ দিরাই সেন মার্কেটের দ্বিতীয় তলায় কথিত দন্ত চিকিৎসক বিজন হাওলাদারের চেম্বারে বিদ্যুতের চোরাই সংযোগ বিচ্ছিন্ন করেছে মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সমিতি। রবিবার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী মুকুল চৌধুরীর নেতৃত্বে ব্যবসায়ী নেতা শাহআলম, খালেদ আহমদ জায়িম, মার্কেটের সহকারী ম্যানেজার জাকির হোসেন স্থানীয় বিদ্যুৎ বিভাগের লোকজনের সহযোগিতায় মার্কেটে চোরাই বিদ্যুৎ সংযোগের খোঁজে তল্লাশি চালান। এসময় বিজন হাওলাদারের চেম্বারে বিদ্যুতের চোরাই সংযোগ খোঁজে পান তারা। হাজী মুকুল চৌধুরী জানান, মার্কেটের দু’তলার ব্যবসায়ীদের সাবমিটারের ইউনিটের সাথে প্রধান মিটারের ইউনিটে বেশ কয়েকমাস যাবত গরমিল হচ্ছে। বিষয়টি আমরা বুঝতে পারলেও সন্ধান করে বিদ্যুৎ চুরির বিষয়টি নিশ্চিত হতে পারছিলাম না, আজ সন্ধান করে বিজন হাওলাদারের চেম্বারে বিদ্যুতের চোরাই লাইন খুঁজে পাই। তার চেম্বারে এসিসহ দন্ত চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামাদিতে বিদ্যুৎ ব্যবহার করতেন তিনি। এরফলে বিদ্যুৎ বিলের বেশ মোটা অংকের টাকা ঘাটতি দেখা দিয়েছে। ঈদুল ফিতরের পরপর মার্কেটের ব্যবসায়ী ও কর্তৃপক্ষকে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।