সারাদেশ
দিরাই বাজার মহাজন সমিতির ঈদ শুভেচ্ছা

কলম শক্তি ডেস্ক ঃ সবার সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে ব্যবসায়ী, কর্মচারীসহ সর্বস্তরের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে দিরাই বাজার মহাজন সমিতি। সকল সদস্যদের পক্ষে সমিতির সভাপতি কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিটন শুভেচ্ছা বার্তায় বলেন, এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ দিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করার আহবান জানান তারা।