সারাদেশ
দিরাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার ঃ দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজানগর গ্রামের আব্দুস সত্তার চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরীর পক্ষ থেকে দিরাই পৌরসভা এলাকার প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনগণসহ সুজানগর ও আরামবাগ এলাকার ১৮০ মধ্যবিত্ত পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার রবিবার দু’দিন মসজিদ ও বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী ইমাম মুয়াজ্জিন ও পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণ কাজ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন সিকদার। সার্বিক তত্বাবধান করেন ইকবাল চৌধুরী, আবদাল আলম চৌধুরী, মাইদুল হাসেন চৌধুরী প্রমুখ।