সারাদেশ
দিরাইয়ে ছাত্র জমিয়তের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ২ টা থেকে দিরাই কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাও. মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিমের পরিচালনায় এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত সভাপতি মাও. নাজিমুদ্দিন তালুকদার, সহ-সভাপতি মাও. আব্দুল কাহার, পৌর জমিয়ত সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুল বাছির সরদার, হাফিজ মাও. লোকমান আহমদ, উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাও. হেলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল হক, পৌর ছাত্র জমিয়তের সভাপতি মাও. হাসান আহমদ প্রমুখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী।