দিরাই উপজেলাবাসীকে ইউএনও, ওসি’র ঈদ শুভেচ্ছা বার্তা

কলম শক্তি ডেস্ক ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাইবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল। করোনাভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তারা। ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২৪ মে) এই আহ্বান জানান ইউএনও ও ওসি। বিবৃতিতে ইউএনও আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইউএনও। বিবৃতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান ওসি।