সারাদেশ
উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

কলম শক্তি ডেস্ক ঃ ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি দিরাইবাসী ও বিশ্বের সকল মুসলমানদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিপুর্ণতা লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। তিনি বলেন, ভিন্ন পরিবেশে এবার ঈদুল ফিতর উদযাপন করতে হচ্ছে। করোনাভাইরাস নামক মহামারী সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে ঈদ উদযাপনে করার জন্য উপজেলাবাসীকে আহবান জানাচ্ছি।