সারাদেশ
সাংবাদিক রুদ্র মিজান’র ঈদুল ফিতরের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলাবাসীসহ দেশবিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক মানবজমিনের চিফ ক্রাইম রিপোটার, দিরাই চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান সাংবাদিক রুদ্র মিজান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এবারই প্রথম কঠিন সংকটে ভিন্ন পরিস্থিতিতে বিশ্ববাসী উদযাপন করছে খুশির ঈদ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপে টালমাটাল গোটা বিশ্ব। পরিস্থিতি আমাকেও বাধ্য করছে পিতা মাতা, স্বজন, বন্ধুবান্ধব, প্রিয় জন্মভূমি ছেড়ে ঈদ উদযাপন করতে। প্রতি বছরের ন্যায় এবারে যাওয়া হয়নি শৈশব কৈশোর তারুণ্য কাটানো কালনীর তীরে। একাগ্র মনে দয়াময় প্রভুর কাছে প্রার্থনা করছি, পবিত্র ঈদুল ফিতর বিশ্বের প্রতিটি মানুষের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাক গোটা মানবজাতি।