প্রকৌশলী সৌমেন সেনগুপ্তের ঈদ শুভেচ্ছা

কলম শক্তি ডেস্ক ঃ দিরাই শাল্লাবাসীসহ দেশবিদেশের সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত। এক বার্তায় তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। দিরাই শাল্লাসহ দেশবিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। সেই সাথে তিনি করোনার এই মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন এবং দেশনেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে এই বিপদ মোকাবেলার জন্য অনুরোধ জানিয়েছেন।