
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া লেগুনার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিরাই মদনপুর আঞ্চলিক মহাসড়কের ছাদিরপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সোনা মিয়ার পুত্র সানোয়ার (৪)। নিহতের পৈত্রিক নিবাস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথরিয়া ইউনিয়নের কাশীপুর গ্রামে হলেও সে তার মায়ের সাথে তিন বছর ধরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ছাদিরপুর গ্রামে তার নানা বাড়িতে বসবাস করছিল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। শিশুটির অবস্থা আশংকাজনক থাকায় হাসপাতালে কর্তৃপক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৪ টার দিকে শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-ছ- ১১- ২২৮ নম্বর লেগুনা গাড়িটি যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে দিরাইয়ের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ছাদিরপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে খেলারত শিশু সানোয়ারকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক লেগুনা ও চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র আবু সুফিয়ানকে আটক করেছে। সে থানা হেফাজতে আছে।