দিরাইয়ে ‘স্বপ্নছোঁয়া যুব সংঘ’র আত্মপ্রকাশ ; সভাপতি এমদাদুল, সম্পাদক সাজিদুর

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৮ গ্রামের তরুণ যুবকদের নিয়ে ‘স্বপ্নছোঁয়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত (২৫ মে) সোমবার ইউনিয়নের কর্নগাঁও পয়েন্টের আব্দুল ওয়াদুদ মার্কেটের হলরুমে কমিটি গঠন উপলক্ষে ৮ গ্রামের মুরুব্বি ও যুবকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এমদাদুল হক চৌধুরীকে সভাপতি এবং সাজিদুর রহমান গোলাপকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট স্বপ্নছোঁয়া যুব সংঘের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এলাকার শিক্ষা ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন, জামিল চৌধুরী, অ্যাডভোকেট আবুল মজাদ চৌধুরী, ব্যারিস্টার মাহদিন চৌধুরী, মো: সিজিল মিয়া (মেম্বার), গোকুল মনি দাশ, আন্জু মিয়া চৌধুরী, মো: আজিজ মিয়া, মো আতাউর রহমান (বাদশা), খান উল্লাহ, মো: সুবান মিয়া, আব্দুল মালিক, আব্দুল ওয়াদুদ চৌধুরী, মো: বারিক মিয়া, মো: আব্দুল ওয়াদুদ, মো: আবুল জাহান।