সারাদেশ

দিরাইয়ে ছাত্রলীগ নেতা পিকলু’র উদ্যোগে বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগকে উৎসর্গ করে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলা রফিনগর ইউনিয়নের স্বজনপুর গ্রামের ছেলে ও ছাত্রলীগ নেতা পিকলু সরকার। অাজ (বৃহস্পতিবার) প্রথম ধাপে নিজ গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দশটি নারকেল গাছ, দশটি আম গাছসহ বিভিন্ন রকম ফল ও ফুল গাছের চারা রোপন করেন তিনি। এব্যাপারে পিকলু সরকার বলেন, নভেল করোনা ভাইরাসের এই সময়টাতে অনেক দিন যাবৎ নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছি এবং উপলব্ধি করেছি যে, অামাদের এই অঞ্চলে ফলদ ও ঔষধি গাছের খুব অভাব এই কারনেই নিজ উদ্যোগে এই কার্যক্রম শুরু করেছি। ক্রমান্বয়ে পাশের অারো কয়েকটি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করবো। তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্বজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র তালুকদারসহ গ্রামবাসীরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap