সারাদেশ

সেন মার্কেটের দেড় মাসের দোকান ভাড়া মওকুফ

স্টাফ রিপোর্টার ঃ করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় সারাদেশের ন্যায় বন্ধ থাকা সুনামগঞ্জের দিরাই পৌর শহরের ব্যস্ততম সেন মার্কেটের দেড় মাসের দোকান ভাড়া মওকুফ করে দিয়েছেন মালিকপক্ষ। বৃহস্পতিবার মার্কেট প্রাঙ্গণে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মালিকপক্ষ ও ব্যবসায়ী সমিতির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত দেন দোকান কোঠার মালিকগণ। বৈঠকে সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে ও সহসভাপতি হাজী মুকুল চৌধুরীর পরিচালনায় মালিকপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন সর্বোচ্চ দোকান কোঠার মালিক সৌমেন সেনগুপ্তের (১০ টি) পক্ষে প্রতিনিধি দিলীপ বাবু, ৮ টি দোকান কোঠার মালিক লুৎফর রহমান, মাওলানা গিয়াসউদ্দিন (৩টি), লিটন রায় (৩টি), হায়দার তালুকদার (২টি), ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি শাহআলম, কোষাধ্যক্ষ খালেদ আহমদ জায়িম, ব্যবসায়ী নেতা শাহজাহান মিয়া, মার্কেটের সহকারী ম্যানাজার জাকির হোসেনসহ দোকান কোঠার মালিক ও ব্যবসায়ী সমিতির সদস্যরা। হাজী মুকুল চৌধুরী জানান, মার্কেটের নিচতলা, দোতলায় সব মিলিয়ে ১৩০ টি দোকান রয়েছে। এরমধ্যে মালিক ব্যবসায়ী বাদ দিলে প্রায় ৭০/৭৫ জন ভাড়াটিয়া ব্যবসায়ী আছেন। করোনা সংকটে টানা দেড় মাস মার্কেট বন্ধ ছিলো, আজ অনুষ্ঠিত বৈঠকে এসব দোকানগুলোর দেড় মাসের ভাড়া প্রায় ১০ লক্ষ টাকা মওকুফ করে দিয়েছেন দোকান কোঠার মালিকগণ। এতে সাধারণ ব্যবসায়ীরা খুবই উপকৃত হয়েছেন। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা মালিকপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও সভায় মার্কেটর দোতলায় বিদ্যুতের চোরাই লাইন পাওয়ায় বিজন হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ব্যবসায়ী সমিতি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap