জাতীয়
সুনামগঞ্জে আরও ১৮ জনের করোনা শনাক্ত

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জে আরও ১৮জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮জনের নমুনার ফলাফল পজেটিভ আসে। তাৎক্ষণিক উপজেলা ভিত্তিক হিসেব পাওয়া যায়নি। শাবি ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার নতুন নমুনা ১৬৮টি ও পুরাতন দুটি সহ ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়। ১৭০ নমুনার মধ্যে ১৮টির ফলাফল পজেটিভ আসে। এই তথ্য নিশ্চিত করেছেন শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।