জাতীয়

দিরাইয়ে বেপরোয়া ট্রলি কেড়ে নিলো শিশুর প্রাণ

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া ট্রলি চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানজিনা নামে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কান্দবপুর গ্রামের রুপায়েল মিয়ার কন্যা। এঘটনার পর স্থানীয়রা ঘাতক চালক উপজেলার রফিনগর গ্রামের জিতু মিয়ার পুত্র আলকারিয়া (২২) ও ট্রলি গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের বাংলাবাজার বণিক সমিতির সভাপতি ও নিহত শিশুর নিকটাতœীয় বদরুল আলম জানান, শিশুটি তার মায়ের সাথে ঈদ উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) ফুফুর বাড়ি রফিনগর গ্রামে বেড়াতে আসে। আজ বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করতে থাকাকালে বেপরোয়া ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে শিশুটির মাথা থেঁতলে গিয়ে সে গুরুতরভাবে আহত হয়। স্বজনরা শিশুটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকি’সক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ঘাতক চালক ও ট্রলি গাড়ি পুলিশ হেফাজতে আছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap