
কলম শক্তি ডেস্ক ঃ সিলেটে এক দিনেই করোনা রোগী বাড়লো ৭৬ জন। এর মধ্যে সিলেট জেলাতেই ৫১ জন রোগী। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার একটি ল্যাবে রিপোর্টে এ পরিসংখ্যান মিলেছে। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্ত রোগী বাড়লো ৮৩৫ জনে। আর সিলেট জেলাতেই রোগী বেড়ে হলো ৪৩৬ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- বৃহস্পতিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের রিপোর্ট পজেটিভ আসে। তারা সবাই সিলেট শহর, সদর সহ কয়েকটি উপজেলার বাসিন্দা। এদিকে- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রিপোর্টে ১৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা সবাই সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে- ঢাকার একটি ল্যাবে পরীক্ষা রিপোর্টে হবিগঞ্জে আরো ৭ জনের করোনা পজেটিভ এসেছে।
সূত্র ; দৈনিক মানবজমিন