জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দিরাইয়ে আলোচনা ও দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০মে) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, বিএনপি নেতা মানিক মিয়া তালুকদার, ইকবাল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক লিপন হাসান চৌধুরী, সহ-কর্মসংস্তান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলাদ, উপজেলা তরুণ দলের সভাপতি রেজাউল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন, সাইফুল হাসান, সাবু চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওহাব, রেজাউল করিম রিজু, ছাত্রদল নেতা আবু হাসান চৌধুরী সাজু, শাহিনুর রহমান শাহিন প্রমুখ। আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মজলিশপুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রুপ ও পেশ ইমাম মোশতাক আহমদ সর্দার। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।