সারাদেশ
দিরাইয়ে ৩শ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ প্রণোদনা প্রদান

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩শ মসজিদের ৬শ ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ প্রণোদনার নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফি উল্লাহ। রবিবার বেলা ১ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম -মুয়াজ্জিনদের হাতে প্রণোদনার নগদ ৫হাজার টাকা করে তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আহমেদ, থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাসান আলী, চান্দিপুর জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন প্রমুখ।