জাতীয়সারাদেশ

শুভেচ্ছা বাণী ; ড. জয়া সেনগুপ্তা এমপি

বিশেষ সংবাদদাতা ঃ দিরাই-শাল্লায় চলতি ২০২০ সনের এসএসসিতে উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ড.জয়া সেনগুপ্তা এমপি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যারা আজ উত্তীর্ণ হয়ে আনন্দ করছো, তোমাদের আজ থেকে আরও দায়িত্ব বেড়ে গেল। আর যারা অকৃতকার্য হয়েছো তাদের সামনে আরও কঠোর অধ্যবসায়ী হতে হবে। পড়াশোনা ছাড়া জাতির ভবিষ্যৎ অন্ধকার। পশ্চাৎপদ হাওরাঞ্চলের তোমরা হলে ভবিষ্যতের বাতিঘর। মনে রাখতে হবে, শিক্ষার কোন বিকল্প হয়না। জাতির মাপকাঠিই হলো শিক্ষা। মনুষ্যত্ব বিকাশের জন্য চাই সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা। আর এ শিক্ষার মূল মধ্যমনি তোমরা শিক্ষার্থীরা। আজ তোমাদের সুন্দর ফলাফলে পিতা-মাতার বছরের সকল কষ্ট, শ্রম যথার্থই সফল হয়েছে। তোমরা তোমাদের অভিভাবকদের আজ মহা আনন্দে ভাসিয়ে দিয়েছো। শিক্ষার্থীরা, এপথ আরও দীর্ঘ, বন্ধুর। তাই নিজেকে আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামীর জন্য প্রস্তুত হতে হবে। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীকেও শুভেচ্ছা জানাই। সবচেয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হয় অভিভাবকদের। তারাই তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষার কারিগর। সবশেষে, শিক্ষার্থীদের আগামীর পথ আরও সুন্দর ও স্বার্থক হোক এই প্রত্যাশা করি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap