সারাদেশ
ডাক্তার হতে চায় দিরাই চন্ডিপুরের ছায়িমা

স্টাফ রিপোর্টার ঃ ডাক্তার হওয়ার লক্ষ্য নিয়ে পথ চলছে মোছা. ছায়িমা বেগম। সে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। শুধু এসএসসিতেই নয়, পিইসি ও জেএসসি’তেও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ছায়িমা।
ছায়িমা দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা শরীফ উদ্দিনের কন্যা ও দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের ভাতিজি।
মোছা. ছায়িমা বেগম জানায়, নামমাত্র চিকিৎসক নয়, সত্যিকারের মানবসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন নিয়ে সে ডাক্তার হতে চায়। পরবর্তী সকল পরীক্ষায় ভাল ফলাফল ও ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে ছায়িমা সকলের কাছে দোয়া প্রার্থী।