দিরাইয়ে বৃদ্ধের হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ হামলা চালিয়ে এক বৃদ্ধের হাতের রগ কেটে দেয়াসহ ৩জনকে আহত করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, গ্রামের মৃত মাতব্বর আলীর পুত্র মিয়াধন আলী (৪৬) ও শাহজাহান আলী (৫৫), হরজত আলীর স্ত্রী রেনু বেগম (৫০)। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত শাহজাহান আলীর বাম হাতের রগ কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আহত মিয়াধন আলী বাদী হয়ে একই গ্রামের আলী হোসেনের পুত্র সেলিম (৪০) কে প্রধান আসামী করে মোট ৪ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে পুর্ব বিরোধ ছিল। ঘটনার দিন হাঁস নিয়ে সেলিমের সাথে মিয়াধন আলীর কথা কাটাকাটির একপর্যায়ে সেলিম ও তার লোকজন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে মিয়াধন আলীকে আহত করে। তাকে রক্ষায় পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় দা দ্বারা কোপ দিয়ে মিয়াধন আলীর ভাই শাহজাহান আলীর বাম হাতের রগ কেটে দেয় প্রতিপক্ষরা। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।