সারাদেশ

সুনামগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জে নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৫ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ টি রিপোর্ট পজিটিভ আসে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা। সবশেষ শুক্রবার (৫ জুন) সুনামগঞ্জের ২২ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭৩৭, সুনামগঞ্জে ২৬৯, হবিগঞ্জে ১৯৪ এবং মৌলভীবাজারে ১৪৪ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ২৯ জন। এরমধ্যে সিলেটে ২৩, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জে একজন এবং সুনামগঞ্জে একজন। অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৩৫৪ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১০৭, সুনামগঞ্জে ৭৪, হবিগঞ্জে ১১৭, মৌলভীবাজারে ৫৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap