সারাদেশ

বাউল রণেশ ঠাকুরকে প্রবাসীর অনুদান ১ লক্ষ টাকা তুলে দিলেন ফোক যুবরাজ আশিক

স্টাফ রিপোর্টার ঃ বাউল সম্রাট শাহ আবদুল করিম’র একান্ত শিষ্য ও ভাটিঅঞ্চলের প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিকান্ডের পর নতুন করে আবারো ঘর তৈরী করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম। নজরুল ইসলামের পৈতৃক নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। শুক্রবার বিকেলে রণেশ ঠাকুরের দিরাই উপজেলার উজান ধলের বাড়িতে গিয়ে প্রবাসী নজরুল ইসলামের প্রদানকৃত ১ লক্ষ টাকার চেক রণেশ ঠাকুরের হাতে তুলে দেন বাংলা লোকগানের যুবরাজ খ্যাত আশিক। এসময় আরো উপস্থিত ছিলেন বাউল সম্রাট শাহ আবদুল করিম’র সন্তান শাহ নুরজালাল, সাংবাদিক ও সমাজকর্মী দ্রুপদ চৌধুরী নুপুর, আবদুল করিম পরিষদ দিরাইয়ের সভাপতি মাহমুদ আপেল, সহায়তাকারী নজরুল ইসলামের ছোটভাই নাজমুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী দিরাই শাখার সহ-সভাপতি মিটন তালুকদার, দিরাই উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বর্মন, সংগীত শিল্পী মৃনালবাবু, বিশিষ্ট যন্ত্রশিল্পী আশীষ দাস, বাউলি শিল্পী বাউলিয়ানা ফয়ছল প্রমুখ। এরপর শাহ আবদুল করিমের স্নেহধন্য সহচর ও ভাগ্নে শাহ আবদুল তোয়াহেদ এর সাথে দেখা করেন আশিক। সাক্ষাতকালে শাহ তোয়াহেদ তার স্বরচিত গানের বই আশিক ও অন্যান্যদের হাতে তুলে দেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap