জাতীয়

অসত্য অসুন্দর অকল্যাণ ও মন্দ পথ থেকে মানুষকে সুপথে পরিচালিত করেন ইমাম-মুয়াজ্জিনগণ

স্টাফ রিপোর্টার ঃ- সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, ইমাম মুয়াজ্জিনগণ দেশের সম্মানীয় ব্যক্তি। তাঁরা সমাজের পথ প্রদর্শক, আমাদের অভিভাবক। অসত্য, অসুন্দর, অকল্যাণ ও মন্দ পথ থেকে মানুষকে সুপথে পরিচালিত করতে ইমাম-মুয়াজ্জিনগণ সর্বাগ্রে ভূমিকা রাখেন। ইমাম মুয়াজ্জিনগণের উদ্দেশ করে তিনি বলেন, লোকজন আপনাদের কথা শুনেন, এই করোনা মহামারীতে পরিবার-পরিজনের সুরক্ষায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে আপনারা উদ্বুদ্ধ করবেন।

সোমবার বেলা ১২টায় দিরাই উপজেলা পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণমিলনায়তনে উপজেলার ৩শ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দূরদৃষ্টি নেতৃত্ব। করোনা মহামারীর এই দুঃসময়ে তিনি দেশের প্রতিটি শ্রেণিপেশার লোকজলের খোঁজখবর রাখছেন। আপনারা প্রধানমন্ত্রী ও দেশবাসীর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও সুনামগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ ইদ্রিস আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, মোশাহিদ আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা নোমান আহমদ, যুবলীগ নেতা কলিম উদ্দিন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap