দিরাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে নগদ অর্থ সহায়তা

দিরাই প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ সদস্যদের অনুকুলে বরাদ্দকৃত তহবিল থেকে দিরাই উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে গণমিলনায়তনে বিতরণ কাজের উদ্বোধন করেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, মোশাহিদ আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা নোমান আহমদ, যুবলীগ নেতা কলিম উদ্দিন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ প্রমুখ।